Skip to main content

فِيْهَا كُتُبٌ قَيِّمَةٌ ۗ  ( البينة: ٣ )

Wherein
فِيهَا
তার মধ্যে (থাকবে)
(are) writings
كُتُبٌ
বিধানাবলী
correct
قَيِّمَةٌ
সঠিক

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

যাতে আছে সঠিক বিধান।

English Sahih:

Within which are correct writings [i.e., rulings and laws].

1 Tafsir Ahsanul Bayaan

যাতে আছে সঠিক-সরল বিধান। [১]

[১] এখানে كُتُب থেকে দ্বীনের হুকুম-আহকাম বা বিধান অর্থ নেওয়া হয়েছে। قَيِّمَة অর্থ হল মধ্যমপন্থী বা সরল-সঠিক।