Skip to main content

اِقْرَأْ وَرَبُّكَ الْاَكْرَمُۙ  ( العلق: ٣ )

Read
ٱقْرَأْ
পড়
and your Lord
وَرَبُّكَ
আর তোমার রব
(is) the Most Generous
ٱلْأَكْرَمُ
বড়ই অনুগ্রহশীল

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

পাঠ কর, আর তোমার রব বড়ই অনুগ্রহশীল।

English Sahih:

Recite, and your Lord is the most Generous .

1 Tafsir Ahsanul Bayaan

তুমি পড়। আর তোমার প্রতিপালক মহামহিমান্বিত। [১]

[১] এ বাক্যটি তাকীদের জন্য ব্যবহার করা হয়েছে। এ দ্বারা বড় অলঙ্কারপূর্ণ ভঙ্গিমায় নবী (সাঃ) এর ওযরের জওয়াব দেওয়া হয়েছে, যা তিনি 'আমি পড়তে জানি না' বলে পেশ করেছিলেন। আল্লাহ বললেন, আল্লাহ মহামহিমান্বিত; তুমি পড়। অর্থাৎ, মানুষের ভুল-ত্রুটি উপেক্ষা করা তাঁর বিশেষ গুণ।