Skip to main content

وَطُوْرِ سِيْنِيْنَۙ  ( التين: ٢ )

And (the) Mount
وَطُورِ
শপথ তুর পর্বতের
Sinai
سِينِينَ
সিনাই

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

শপথ সিনাই পর্বতের (যা নবী মূসার স্মৃতি বিজড়িত),

English Sahih:

And [by] Mount Sinai .

1 Tafsir Ahsanul Bayaan

শপথ ‘সিনাই’ পর্বতের। [১]

[১] এটা হল সেই 'ত্বূর পাহাড়' যে স্থানে আল্লাহ তাআলা মূসা (আঃ)-এর সাথে কথোপকথন করেছিলেন।