وَٱلتِّينِ
শপথ তীন (ডুমুর)
وَٱلزَّيْتُونِ
এবং যয়তুনের (জলপাই)
শপথ তীন ও যায়তূন-এর (যা জন্মে সিরিয়া ও ফিলিস্তিন এলাকায় যে স্থান বহু পুণ্যময় নবী ও রসূলের স্মৃতিতে ধন্য)।
وَهَٰذَا
শপথ এই
ٱلْبَلَدِ
নগরীর
ٱلْأَمِينِ
নিরাপদ
আর (ইবরাহীম ও ইসমাঈল কর্তৃক নির্মিত কা‘বার) এই নিরাপদ নগরীর শপথ,
لَقَدْ
নিশ্চয়ই
خَلَقْنَا
আমরা সৃষ্টি করেছি
ٱلْإِنسَٰنَ
মানুষকে
فِىٓ
মধ্যে
أَحْسَنِ
সুন্দরতম
تَقْوِيمٍ
গঠনে
আমি মানুষকে সৃষ্টি করেছি অতি উত্তম আকার আকৃতি দিয়ে, (এবং জ্ঞান ও যোগ্যতা দিয়ে যার সুন্দরতম নমুনা হল নবী রসূলগণ)।
ثُمَّ
এরপরে
رَدَدْنَٰهُ
আমরা তাকে ফিরিয়ে দিয়েছি
أَسْفَلَ
অতি নীচে
سَٰفِلِينَ
সব নীচুর
আবার উল্টোদিকে তাকে করেছি হীনদের হীনমত (যেমন আল্লাহ বিদ্রোহী কাফির, অত্যাচারী রাজা-বাদশা-শাসক, খুনী, পুতুল পূজারী ইত্যাদি)।
إِلَّا
(তবে) ব্যতিক্রম
ٱلَّذِينَ
(তাদের) যারা
ءَامَنُوا۟
ঈমান এনেছে
وَعَمِلُوا۟
এবং করেছে
ٱلصَّٰلِحَٰتِ
সৎকর্ম
فَلَهُمْ
তাদের জন্য (রয়েছে)
أَجْرٌ
প্রতিফল
غَيْرُ
অশেষ
مَمْنُونٍ
অশেষ
কিন্তু তাদেরকে নয় যারা ঈমান আনে ও সৎ কাজ করে, তাদের জন্য তো আছে অফুরন্ত প্রতিদান।
فَمَا
সুতরাং কিসে
يُكَذِّبُكَ
তোমাকে অস্বীকার করায়
بَعْدُ
এরপরে
بِٱلدِّينِ
বিচার দিনের ব্যাপারে
(ভাল কাজের পুরস্কার দেয়া আর অন্যায় কাজের শাস্তি দেয়াই ইনসাফপূর্ণ কথা) কাজেই শেষ বিচারের দিনকে অস্বীকার করতে কিসে তোমাদেরকে উদ্বুদ্ধ করছে?
أَلَيْسَ
নন কি
ٱللَّهُ
আল্লাহ
بِأَحْكَمِ
শ্রেষ্ঠ বিচারক
ٱلْحَٰكِمِينَ
সব বিচারকের
আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম (বিচারক) নন?
القرآن الكريم: | التين |
---|---|
আধিপত্য একটি আয়াত (سجدة): | - |
সূরা নাম (latin): | At-Tin |
সূরা না: | 95 |
আয়াত: | 8 |
মোট শব্দ: | 34 |
মোট অক্ষর: | 150 |
রুকু সংখ্যা: | 1 |
অবতীর্ণ: | মক্কা |
উদ্ঘাটন আদেশ: | 28 |
শ্লোক থেকে শুরু: | 6098 |