Skip to main content

আদ্ব-দ্বোহা শ্লোক ১১

وَاَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ ࣖ  ( الضحى: ١١ )

But as for
وَأَمَّا
আর প্রসঙ্গ
(the) Favor
بِنِعْمَةِ
অনুগ্রহের
(of) your Lord
رَبِّكَ
তোমার রবের
narrate
فَحَدِّثْ
অতঃপর বর্ণনা করো

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আর তুমি তোমার রব-এর নি‘মাতকে (তোমার কথা, কাজকর্ম ও আচরণের মাধ্যমে) প্রকাশ করতে থাক।

English Sahih:

But as for the favor of your Lord, report [it].

1 Tafsir Ahsanul Bayaan

আর তুমি তোমার প্রতিপালকের অনুগ্রহের কথা ব্যক্ত কর।[১]

[১] অর্থাৎ, আল্লাহ তাআলা তোমার উপর যা অনুগ্রহ করেছেন। যেমন, তিনি তোমাকে হিদায়াত, রিসালত ও নবুঅত দান করেছেন, এতীম হওয়া সত্ত্বেও তিনি তোমার তত্ত্বাবধানের ব্যবস্থা করেছেন, তোমাকে অল্পে তুষ্ট করেছেন ও অভাবমুক্ত করেছেন প্রভৃতি। এই সমস্ত অনুগ্রহসমূহের কথা কৃতজ্ঞতা ও শুকরিয়ার সাথে বয়ান কর। এ থেকে জানা যায় যে, আল্লাহর নিয়ামত ও অনুগ্রহের কথা চর্চা এবং প্রকাশ করাকে তিনি পছন্দ করেন। কিন্তু তা অহংকার ও গর্বের সাথে নয়। বরং আল্লাহর অনুগ্রহ ও দয়া এবং তাঁর এহসানিতে ডুবে থেকে এবং আল্লাহর কুদরত ও শক্তিকে এই ভয় করে তা ব্যক্ত করতে হবে যে, তিনি যেন আমাদেরকে ঐ সকল নিয়ামত হতে বঞ্চিত না করে দেন।