وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْاُنْثٰىٓ ۙ ( الليل: ٣ )
And He Who
وَمَا
শপথ তাঁর (যিনি)
created
خَلَقَ
সৃষ্টি করেছেন
the male
ٱلذَّكَرَ
পুরুষ
and the female
وَٱلْأُنثَىٰٓ
ও নারী
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
আর শপথ তাঁর যিনি সৃষ্টি করেছেন পুরুষ ও নারী,
English Sahih:
And [by] He who created the male and female,
1 Tafsir Ahsanul Bayaan
শপথ তাঁর যিনি নর-নারীর সৃষ্টি করেছেন। [১]
[১] এখানে আল্লাহ তাআলা নিজ সত্তার কসম খেয়েছেন। কেননা, তিনি হলেন নর-নারী উভয়েরই সৃষ্টিকর্তা। এ ক্ষেত্রে ما মাওসূলা الذي -এর অর্থে। আর ما মাসদারিয়া হলে অর্থ হবে, 'শপথ নর-নারীর সৃষ্টির।'