Skip to main content
bismillah

وَٱلشَّمْسِ
শপথ সূর্যের
وَضُحَىٰهَا
এবং তার কিরণের

শপথ সূর্যের ও তার (উজ্জ্বল) কিরণের,

ব্যাখ্যা

وَٱلْقَمَرِ
শপথ চাঁদের
إِذَا
যখন
تَلَىٰهَا
তার পিছে আসে

শপথ চাঁদের যখন তা সূর্যের পিছনে আসে,

ব্যাখ্যা

وَٱلنَّهَارِ
শপথ দিনের
إِذَا
যখন
جَلَّىٰهَا
তাকে প্রকাশ করে

শপথ দিনের যখন তা সূর্যকে উদ্ভাসিত করে,

ব্যাখ্যা

وَٱلَّيْلِ
শপথ রাতের
إِذَا
যখন
يَغْشَىٰهَا
তাকে ঢেকে ফেলে

শপথ রাতের যখন তা সূর্যকে ঢেকে নেয়,

ব্যাখ্যা

وَٱلسَّمَآءِ
শপথ আকাশের
وَمَا
এবং যিনি
بَنَىٰهَا
তা তৈরি করেছেন

শপথ আসমানের আর সেটা যিনি বানিয়েছেন তাঁর,

ব্যাখ্যা

وَٱلْأَرْضِ
শপথ পৃথিবীর
وَمَا
এবং যিনি
طَحَىٰهَا
তা বিস্তৃত করেছেন

শপথ যমীনের আর সেটা যিনি বিছিয়েছেন তাঁর,

ব্যাখ্যা

وَنَفْسٍ
শপথ মানুষের
وَمَا
এবং যিনি
سَوَّىٰهَا
তাকে সুঠাম করেছেন

শপথ প্রাণের আর তাঁর যিনি তা সামঞ্জস্যপূর্ণ করেছেন,

ব্যাখ্যা

فَأَلْهَمَهَا
অতঃপর তাকে জ্ঞান দিয়েছেন
فُجُورَهَا
তার মন্দকাজ
وَتَقْوَىٰهَا
ও তার তাকওয়া (সম্পর্কে )

অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন।

ব্যাখ্যা

قَدْ
নিশ্চয়ই
أَفْلَحَ
সফল হলো
مَن
যে
زَكَّىٰهَا
তাকে পবিত্র করলো

সেই সফলকাম হয়েছে যে নিজ আত্মাকে পবিত্র করেছে।

ব্যাখ্যা

وَقَدْ
এবং নিশ্চয়ই
خَابَ
ব্যর্থ হলো
مَن
যে
دَسَّىٰهَا
তাকে কলুষিত করলো

সেই ব্যর্থ হয়েছে যে নিজ আত্মাকে কলূষিত করেছে।

ব্যাখ্যা
কুরআন মজীদ :
আশ-শামস
القرآن الكريم:الشمس
আধিপত্য একটি আয়াত (سجدة):-
সূরা নাম (latin):Asy-Syams
সূরা না:91
আয়াত:15
মোট শব্দ:54
মোট অক্ষর:247
রুকু সংখ্যা:1
অবতীর্ণ:মক্কা
উদ্ঘাটন আদেশ:26
শ্লোক থেকে শুরু:6043