Skip to main content

وَلِسَانًا وَّشَفَتَيْنِۙ  ( البلد: ٩ )

And a tongue
وَلِسَانًا
এবং জিহ্বা
and two lips?
وَشَفَتَيْنِ
ও দু'ঠোট

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আর একটা জিহবা আর দু’টো ঠোঁট?

English Sahih:

And a tongue and two lips?

1 Tafsir Ahsanul Bayaan

আর জিহ্বা ও ওষ্ঠাধর? [১]

[১] জিহ্বা দ্বারা সে কথা বলে এবং নিজের মনের ইচ্ছা প্রকাশ করতে পারে। আর ওষ্ঠাধর (দুই ঠোঁট) দ্বারা সে বলা এবং খাওয়ার কাজে সহযোগিতা নিয়ে থাকে। এ ছাড়া এগুলো তার চেহারা ও মুখমন্ডলের সৌন্দর্যের বিশেষ কারণও বটে।