Skip to main content

وَتَأْكُلُوْنَ التُّرَاثَ اَكْلًا لَّمًّاۙ  ( الفجر: ١٩ )

And you consume
وَتَأْكُلُونَ
এবং তোমরা খাও
the inheritance
ٱلتُّرَاثَ
উত্তরাধিকারীদের প্রাপ্য সম্পদ
devouring
أَكْلًا
খাওয়া
altogether
لَّمًّا
সম্পূর্ণরূপে

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আর তোমরা উত্তরাধিকারীদের সব সম্পদ খেয়ে ফেল।

English Sahih:

And you consume inheritance, devouring [it] altogether,

1 Tafsir Ahsanul Bayaan

এবং উত্তরাধিকারীদের প্রাপ্য সম্পূর্ণরূপে আত্মসাৎ করে থাক। [১]

[১] অর্থাৎ, যে কোন উপায়েই লাভ হোক; চাহে হালাল উপায়ে অথবা হারাম উপায়ে। لَمًّا শব্দের অর্থ হল جَمعًا অর্থাৎ, সম্পূর্ণরূপে।