Skip to main content

هَلْ اَتٰىكَ حَدِيْثُ الْغَاشِيَةِۗ  ( الغاشية: ١ )

Has
هَلْ
কি
(there) come to you
أَتَىٰكَ
তোমার কাছে পৌঁছেছে
(the) news
حَدِيثُ
সংবাদ
(of) the Overwhelming?
ٱلْغَٰشِيَةِ
আচ্ছন্নকারী (ক্বিয়ামাতের)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

(সব কিছুকে) আচ্ছন্নকারী কিয়ামাতের খবর তোমার কাছে পৌঁছেছে কি?

English Sahih:

Has there reached you the report of the Overwhelming [event]?

1 Tafsir Ahsanul Bayaan

তোমার কাছে কি সমাচ্ছন্নকারী (কিয়ামতে)র সংবাদ এসেছে? [১]

[১] هَل শব্দটি قَد শব্দের অর্থে ব্যবহার হয়েছে। (অর্থাৎ, অবশ্যই তোমার কাছে সমাচ্ছন্নকারী কিয়ামতের সংবাদ এসেছে।) غاشِيَة (সমাচ্ছন্নকারী) বলে কিয়ামতকে বোঝানো হয়েছে। এই জন্য যে, তার ভয়াবহতা সারা সৃষ্টিকে সমাচ্ছন্ন করে ফেলবে।