Skip to main content

قَدْ اَفْلَحَ مَنْ تَزَكّٰىۙ   ( الأعلى: ١٤ )

Certainly
قَدْ
নিশ্চয়ই
has succeeded
أَفْلَحَ
সে সাফল্য পেলো
(one) who
مَن
যে
purifies (himself)
تَزَكَّىٰ
পবিত্র হলো

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

সাফল্য লাভ করবে সে যে নিজেকে পরিশুদ্ধ করে,

English Sahih:

He has certainly succeeded who purifies himself

1 Tafsir Ahsanul Bayaan

নিশ্চয় সে সাফল্য লাভ করে, যে নিজেকে পরিশুদ্ধ করে।[১]

[১] অর্থাৎ, যে নিজের আত্মাকে নোংরা আচরণ থেকে এবং অন্তরকে শিরক ও পাপাচারের পঙ্কিলতা থেকে পবিত্র করে।