Skip to main content

سَيَذَّكَّرُ مَنْ يَّخْشٰىۙ   ( الأعلى: ١٠ )

He will pay heed -
سَيَذَّكَّرُ
সে শীঘ্রই শিক্ষা নেবে
(one) who
مَن
যে
fears (Allah)
يَخْشَىٰ
ভয় করে

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে।

English Sahih:

He who fears [Allah] will be reminded.

1 Tafsir Ahsanul Bayaan

যে ভয় করে, সে উপদেশ গ্রহণ করবে। [১]

[১] অর্থাৎ, তোমার উপদেশ নিশ্চয় ঐ সমস্ত লোকেরা গ্রহণ করবে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। আর তার মাধ্যমে তাদের মধ্যে আল্লাহ-ভীতি ও নিজেদের সংস্কার-প্রচেষ্টা বৃদ্ধি পাবে।