Skip to main content
bismillah

سَبِّحِ
মহিমা ঘোষণা করো
ٱسْمَ
নামের
رَبِّكَ
তোমার রবের
ٱلْأَعْلَى
সুমহান

তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।

ব্যাখ্যা

ٱلَّذِى
যিনি
خَلَقَ
সৃষ্টি করেছেন
فَسَوَّىٰ
অতঃপর সুবিন্যস্ত করেছেন

যিনি সৃষ্টি করেছেন অতঃপর করেছেন (দেহের প্রতিটি অঙ্গকে) সামঞ্জস্যপূর্ণ।

ব্যাখ্যা

وَٱلَّذِى
এবং যিনি
قَدَّرَ
নিয়তি নির্ধারণ করেছেন
فَهَدَىٰ
অতঃপর পথ দেখিয়েছেন

যিনি সকল বস্তুকে পরিমাণ মত সৃষ্টি করেছেন, অতঃপর (জীবনে চলার) পথনির্দেশ করেছেন।

ব্যাখ্যা

وَٱلَّذِىٓ
এবং যিনি
أَخْرَجَ
উৎপন্ন করেছেন
ٱلْمَرْعَىٰ
তৃণ

যিনি তৃণ ইত্যাদি বের করেছেন।

ব্যাখ্যা

فَجَعَلَهُۥ
অতঃপর তা পরিণত করেছেন
غُثَآءً
আবর্জনায়
أَحْوَىٰ
কালো

অতঃপর তাকে কাল আবর্জনায় পরিণত করেছেন।

ব্যাখ্যা

سَنُقْرِئُكَ
তোমাকে শীঘ্রই আমরা পড়িয়ে দেব
فَلَا
অতঃপর না
تَنسَىٰٓ
তুমি ভুলবে

আমি তোমাকে পড়িয়ে দেব, যার ফলে তুমি ভুলে যাবে না।

ব্যাখ্যা

إِلَّا
এ ব্যতীত
مَا
যা
شَآءَ
ইচ্ছা করেন
ٱللَّهُۚ
আল্লাহ্‌
إِنَّهُۥ
নিশ্চয়ই তিনি
يَعْلَمُ
জানেন
ٱلْجَهْرَ
প্রকাশ্য (বিষয়)
وَمَا
ও যা কিছু
يَخْفَىٰ
কেউ গোপন করে

তবে ওটা বাদে যেটা আল্লাহ (রহিত করার) ইচ্ছে করবেন। তিনি জানেন যা প্রকাশ্য আর যা গোপন।

ব্যাখ্যা

وَنُيَسِّرُكَ
এবং আমরা তোমাকে সহজ করে দিবো
لِلْيُسْرَىٰ
সহজ (পন্থাকে)

আমি তোমার জন্য সহজপথ (অনুসরণ করা) আরো সহজ করে দেব।

ব্যাখ্যা

فَذَكِّرْ
অতঃপর উপদেশ দাও
إِن
যদি
نَّفَعَتِ
কল্যাণকর হয়
ٱلذِّكْرَىٰ
উপদেশ

কাজেই তুমি উপদেশ দাও যদি উপদেশ উপকার দেয়।

ব্যাখ্যা

سَيَذَّكَّرُ
সে শীঘ্রই শিক্ষা নেবে
مَن
যে
يَخْشَىٰ
ভয় করে

যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে।

ব্যাখ্যা
কুরআন মজীদ :
আল আ'লা
القرآن الكريم:الأعلى
আধিপত্য একটি আয়াত (سجدة):-
সূরা নাম (latin):Al-A'la
সূরা না:৮৭
আয়াত:১৯
মোট শব্দ:৭২
মোট অক্ষর:২৯১
রুকু সংখ্যা:
অবতীর্ণ:মক্কা
উদ্ঘাটন আদেশ:
শ্লোক থেকে শুরু:৫৯৪৮