Skip to main content

قُتِلَ اَصْحٰبُ الْاُخْدُوْدِۙ   ( البروج: ٤ )

Destroyed were
قُتِلَ
ধ্বংস হয়েছে
(the) companions
أَصْحَٰبُ
কর্তারা/ অধিপতিরা
(of) the pit
ٱلْأُخْدُودِ
গর্তের

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

ধ্বংস হয়েছে গর্ত ওয়ালারা

English Sahih:

Destroyed [i.e., cursed] were the companions of the trench

1 Tafsir Ahsanul Bayaan

ধ্বংস হয়েছে কুন্ডের অধিপতিরা। [১]

[১] অর্থাৎ, যারা খন্দক (কুন্ড) খনন করে আল্লাহর অনুগত বান্দাদেরকে ধ্বংস ও হত্যা করেছিল তাদের জন্যও ধ্বংস ও সর্বনাশ রয়েছে। قُتِلَ শব্দটি এখানে لُعِنَ এর অর্থে ব্যবহার হয়েছে।