وَأَذِنَتْ
এবং সে নির্দেশ পালন করবে
لِرَبِّهَا
তার রবের
وَحُقَّتْ
ও এটাই তার করণীয়
এবং স্বীয় রব-এর নির্দেশ পালন করবে, আর তাই তার করণীয়।
وَأَلْقَتْ
এবং নিক্ষেপ করবে
مَا
যা
فِيهَا
তার মধ্যে আছে
وَتَخَلَّتْ
এবং তা শূন্য হয়ে যাবে
আর তা তার ভেতরে যা আছে তা বাইরে নিক্ষেপ করবে ও খালি হয়ে যাবে।
وَأَذِنَتْ
এবং সে নির্দেশ পালন করবে
لِرَبِّهَا
তার রবের
وَحُقَّتْ
এবং এটাই তার জন্য করণীয়
এবং স্বীয় রব-এর নির্দেশ পালন করবে আর তাই তার করণীয়।
يَٰٓأَيُّهَا
হে
ٱلْإِنسَٰنُ
মানুষ
إِنَّكَ
নিশ্চয়ই তুমি
كَادِحٌ
পরিশ্রমকারী
إِلَىٰ
দিকে
رَبِّكَ
তোমার রবের
كَدْحًا
কঠোর পরিশ্রম
فَمُلَٰقِيهِ
অতঃপর তাঁর (সাথে) সাক্ষাত করবে
হে মানুষ! তোমাকে তোমার রব পর্যন্ত পৌঁছতে বহু কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তুমি তাঁর সাক্ষাৎ লাভ করবে।
فَأَمَّا
অতঃপর (তার) ব্যাপার
مَنْ
যাকে
أُوتِىَ
দেয়া হবে
كِتَٰبَهُۥ
তার আমলনামা
بِيَمِينِهِۦ
তার ডান হাতে
অতঃপর যার ‘আমালনামা তার ডান হাতে দেয়া হবে।
فَسَوْفَ
অতঃপর শীঘ্র
يُحَاسَبُ
হিসাব নেয়া হবে (তার)
حِسَابًا
হিসাব
يَسِيرًا
সহজ
তার হিসাব সহজভাবেই নেয়া হবে।
وَيَنقَلِبُ
এবং ফিরবে
إِلَىٰٓ
কাছে
أَهْلِهِۦ
তার আপনজনের
مَسْرُورًا
আনন্দচিত্তে
সে তার স্বজনদের কাছে সানন্দে ফিরে যাবে।
وَأَمَّا
আর (তার) ব্যাপার
مَنْ
যাকে
أُوتِىَ
দেয়া হবে
كِتَٰبَهُۥ
তার আমলনামা
وَرَآءَ
পিছনে
ظَهْرِهِۦ
তার পিঠের
আর যাকে তার ‘আমালনামা তার পিঠের পিছন দিক থেকে দেয়া হবে,
القرآن الكريم: | الإنشقاق |
---|---|
আধিপত্য একটি আয়াত (سجدة): | 21 |
সূরা নাম (latin): | Al-Insyiqaq |
সূরা না: | 84 |
আয়াত: | 25 |
মোট শব্দ: | 107 |
মোট অক্ষর: | 430 |
রুকু সংখ্যা: | 1 |
অবতীর্ণ: | মক্কা |
উদ্ঘাটন আদেশ: | 83 |
শ্লোক থেকে শুরু: | 5884 |