Skip to main content

هَلْ ثُوِّبَ الْكُفَّارُ مَا كَانُوْا يَفْعَلُوْنَ ࣖ  ( المطففين: ٣٦ )

Have (not)
هَلْ
কি
been paid
ثُوِّبَ
ফল দেয়া হলো
the disbelievers
ٱلْكُفَّارُ
কাফেরদের
(for) what
مَا
যা
they used (to)
كَانُوا۟
(ছিল)
do?
يَفْعَلُونَ
তারা করছিল

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

কাফিররা যা করত তার ‘সওয়াব’ পেল তো?

English Sahih:

Have the disbelievers [not] been rewarded [this Day] for what they used to do?

1 Tafsir Ahsanul Bayaan

কাফিররা যা করত, তার ফল তারা পেল তো? [১]

[১] أثيب ثوِّب এর অর্থে ব্যবহার হয়েছে, তার মানেঃ প্রতিফল দেওয়া হল। অর্থাৎ, কাফেররা যা করত, তার প্রতিফল তাদেরকে দেওয়া হল তো?