Skip to main content

اَمَّا مَنِ اسْتَغْنٰىۙ  ( عبس: ٥ )

As for
أَمَّا
পক্ষান্তরে
(him) who
مَنِ
যে
considers himself free from need
ٱسْتَغْنَىٰ
বেপরোয়া হলো (উন্নাসিকতা দেখালো)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

পক্ষান্তরে যে পরোয়া করে না,

English Sahih:

As for he who thinks himself without need,

1 Tafsir Ahsanul Bayaan

পক্ষান্তরে যে লোক বেপরোয়া, [১]

[১] অর্থাৎ বেপরোয়া ঈমান থেকে এবং সেই জ্ঞান থেকে যা তোমার কাছে আল্লাহর তরফ হতে এসেছে। অথবা এ আয়াতের দ্বিতীয় অর্থ হল যে, যে অভাবশূন্য ও ধনী।