تَرْهَقُهَا قَتَرَةٌ ۗ ( عبس: ٤١ )
Will cover them
تَرْهَقُهَا
তাকে আচ্ছন্ন করবে
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran): কালিমা ওগুলোকে আচ্ছন্ন করবে।
English Sahih: Blackness will cover them.
Collapse
1 Tafsir Ahsanul Bayaanসেগুলোকে আচ্ছন্ন করবে কালিমা। [১] [১] অর্থাৎ, লাঞ্ছনা ও আযাব দর্শন করে তাদের মুখমন্ডল ধূলিময়, বিবর্ণ ও কালিমাময় হবে যাবে। যেমন, দুঃখক্লিষ্ট ও দুশ্চিন্তাগ্রস্ত লোকের মুখমন্ডলে প্রকাশ পায়।
2 Tafsir Abu Bakr Zakariaসেগুলোকে আচ্ছন্ন করবে কালিমা।
3 Tafsir Bayaan Foundationকালিমা সেগুলোকে আচ্ছন্ন করবে।
4 Muhiuddin Khanতাদেরকে কালিমা আচ্ছন্ন করে রাখবে।
5 Zohurul Hoqueকালো- আঁধার তাদের ঢেকে ফেলবে।
القرآن الكريم - عبس٨٠ :٤١ 'Abasa 80 :41