Skip to main content

وَفَاكِهَةً وَّاَبًّا  ( عبس: ٣١ )

And fruits
وَفَٰكِهَةً
এবং ফল
and grass
وَأَبًّا
গবাদি খাদ্য

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আর নানান জাতের ফল আর ঘাস-লতাপাতা।

English Sahih:

And fruit and grass -

1 Tafsir Ahsanul Bayaan

ফলমূল এবং পশুখাদ্য। [১]

[১] أب সেই ঘাস ও লতাপাতা যা আপনা আপনি উদগত হয় এবং তা চতুষ্পদ জন্তুরা ভক্ষণ করে থাকে।