فَلْيَنْظُرِ الْاِنْسَانُ اِلٰى طَعَامِهٖٓ ۙ ( عبس: ٢٤ )
Then let look
فَلْيَنظُرِ
অতঃপর লক্ষ্য করুক
the man
ٱلْإِنسَٰنُ
মানুষ
at
إِلَىٰ
প্রতি
his food
طَعَامِهِۦٓ
তার খাদ্যের
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
মানুষ তার খাদ্যের ব্যপারটাই ভেবে দেখুক না কেন।
English Sahih:
Then let mankind look at his food -
1 Tafsir Ahsanul Bayaan
সুতরাং মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক।[১]
[১] যে, আল্লাহ তা কিভাবে সৃষ্টি করেছেন; যা তার জীবন ধারণের উপকরণ এবং কিভাবে তার জন্য জীবনোপকরণের ব্যবস্থা করেছেন; যাতে সে সেগুলিকে পরকালের সুখলাভের মাধ্যম বানাতে পারে।