Skip to main content
bismillah

عَبَسَ
সে ভ্রুকুঞ্চিত করল
وَتَوَلَّىٰٓ
ও (মুখ ফিরালো) অনাগ্রহ দেখালো

(নবী) মুখ ভার করল আর মুখ ঘুরিয়ে নিল।

ব্যাখ্যা

أَن
(এ জন্যে) যে
جَآءَهُ
তার (কাছে) এসেছে
ٱلْأَعْمَىٰ
এক অন্ধ

(কারণ সে যখন কুরায়শ সরদারদের সাথে আলোচনায় রত ছিল তখন) তার কাছে এক অন্ধ ব্যক্তি আসল।

ব্যাখ্যা

وَمَا
এবং কিসে
يُدْرِيكَ
তোমাকে জানাবে
لَعَلَّهُۥ
সে হয়তো
يَزَّكَّىٰٓ
পরিশুদ্ধ হতো

(হে নবী!) তুমি কি জান, সে হয়ত পরিশুদ্ধ হত।

ব্যাখ্যা

أَوْ
বা
يَذَّكَّرُ
উপদেশ গ্রহণ করতো
فَتَنفَعَهُ
তাকে অতঃপর উপকার দিত
ٱلذِّكْرَىٰٓ
উপদেশ

কিংবা উপদেশ গ্রহণ করত, ফলে উপদেশ তার উপকারে লাগত।

ব্যাখ্যা

أَمَّا
পক্ষান্তরে
مَنِ
যে
ٱسْتَغْنَىٰ
বেপরোয়া হলো (উন্নাসিকতা দেখালো)

পক্ষান্তরে যে পরোয়া করে না,

ব্যাখ্যা

فَأَنتَ
অথচ তুমি
لَهُۥ
তার জন্যে
تَصَدَّىٰ
মনযোগ দিচ্ছো

তার প্রতি তুমি মনোযোগ দিচ্ছ।

ব্যাখ্যা

وَمَا
কিন্তু নাই
عَلَيْكَ
তোমার উপর (দায়িত্ব)
أَلَّا
যদি না
يَزَّكَّىٰ
সে পরিশুদ্ধ হয়

সে পরিশুদ্ধ না হলে তোমার উপর কোন দোষ নেই।

ব্যাখ্যা

وَأَمَّا
আর অন্যপক্ষে
مَن
যে
جَآءَكَ
তোমার কাছে আসল
يَسْعَىٰ
দৌড়ে

পক্ষান্তরে যে লোক তোমার কাছে ছুটে আসল।

ব্যাখ্যা

وَهُوَ
এবং সে
يَخْشَىٰ
ভয় করে

আর সে ভয়ও করে,

ব্যাখ্যা

فَأَنتَ
অথচ তুমি
عَنْهُ
তার থেকে
تَلَهَّىٰ
অনীহা প্রকাশ করছ

তুমি তার প্রতি অমনোযোগী হলে।

ব্যাখ্যা
কুরআন মজীদ :
আবাসা
القرآن الكريم:عبس
আধিপত্য একটি আয়াত (سجدة):-
সূরা নাম (latin):'Abasa
সূরা না:80
আয়াত:42
মোট শব্দ:130
মোট অক্ষর:533
রুকু সংখ্যা:1
অবতীর্ণ:মক্কা
উদ্ঘাটন আদেশ:24
শ্লোক থেকে শুরু:5758