رَفَعَ سَمْكَهَا فَسَوّٰىهَاۙ ( النازعات: ٢٨ )
He raised
رَفَعَ
তিনি উঁচু করেছেন
its ceiling
سَمْكَهَا
তার উচ্চতর স্তরকে (ছাদ)
and proportioned it
فَسَوَّىٰهَا
অতঃপর তিনি তা সুবিন্যস্ত করেছেন
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তার ছাদ অনেক উচ্চে তুলেছেন, অতঃপর তাকে ভারসাম্যপূর্ণ করেছেন।
English Sahih:
He raised its ceiling and proportioned it.
1 Tafsir Ahsanul Bayaan
তিনি তার ছাদকে সুউচ্চ ও সুবিন্যস্ত করেছেন।[১]
[১] কোন কোন আলেম سمك -এর অর্থ ছাদ বলেছেন। সুবিন্যস্ত করার অর্থ হল, তাকে এমন আকৃতি ও গঠন দান করা, যাতে তাতে কোন প্রকার খুঁত, ত্রুটি, বঙ্কিমতা ও ফাটল না থাকে।