فَحَشَرَ فَنَادٰىۖ ( النازعات: ٢٣ )
And he gathered
فَحَشَرَ
পরে সমবেত করল
and called out
فَنَادَىٰ
আর ঘোষণা করল
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
সে লোকদেরকে একত্রিত করল আর ঘোষণা দিল।
English Sahih:
And he gathered [his people] and called out.
1 Tafsir Ahsanul Bayaan
সে সকলকে সমবেত করল এবং উচ্চ স্বরে ঘোষণা করল।[১]
[১] নিজের সম্প্রদায়কে অথবা যুদ্ধ ও লড়াই করার জন্য নিজের সৈন্য-সামন্তকে কিংবা যাদুকরদেরকে মুকাবেলা করার জন্য সমবেত করল এবং হঠকারিতা প্রদর্শন করে নিজেকেই সর্বশ্রেষ্ঠ রব (প্রভু ও প্রতিপালক) হওয়ার দাবী ঘোষণা করল।