Skip to main content

جَزَاۤءً مِّنْ رَّبِّكَ عَطَاۤءً حِسَابًاۙ  ( النبإ: ٣٦ )

(As) a reward
جَزَآءً
পুরস্কার
from
مِّن
পক্ষ হতে
your Lord
رَّبِّكَ
তোমার রবের
a gift
عَطَآءً
(এ ছাড়াও) দান
(according to) account
حِسَابًا
যথোচিত

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

এটা তোমার প্রতিপালকের পক্ষ থেকে প্রতিফল, যথোচিত দান।

English Sahih:

[As] reward from your Lord, [a generous] gift [made due by] account,

1 Tafsir Ahsanul Bayaan

(এ হবে তাদের জন্য) তোমার প্রতিপালকের তরফ থেকে প্রতিদান, যথেষ্ট অনুদান। [১]

[১] عطاء -এর সাথে حساب শব্দটি অতিশয়োক্তি স্বরূপ ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ, সেখানে আল্লাহর দান, প্রতিদান ও অনুদানের পর্যাপ্তি ও প্রাচুর্য থাকবে।