Skip to main content

وَّكَوَاعِبَ اَتْرَابًاۙ  ( النبإ: ٣٣ )

And splendid companions
وَكَوَاعِبَ
এবং নব্য যুবতীরা
well-matched
أَتْرَابًا
সমবয়স্কা

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আর সমবয়স্কা নব্য যুবতী

English Sahih:

And full-breasted [companions] of equal age.

1 Tafsir Ahsanul Bayaan

এবং উদ্ভিন্ন-যৌবনা সমবয়স্কা তরুণীগণ। [১]

[১] كواعب শব্দটি كاعب-এর বহুবচন। যার অর্থ হল পায়ের গাঁট। যেমন গাঁট উঁচু হয়ে থাকে, ঠিক তেমনি তাদের স্তনগুলিও অনুরূপ উঁচু উঁচু হবে; যা তাদের রূপ-সৌন্দর্যের একটি সুদৃশ্য। (অর্থাৎ তারা সদ্য উদ্ভিন্ন স্তনের ষোড়শী তরুণী হবে।) أتراب শব্দের অর্থ হল সমবয়স্ক।