Skip to main content

وَّجَعَلْنَا سِرَاجًا وَّهَّاجًاۖ  ( النبإ: ١٣ )

And We placed
وَجَعَلْنَا
এবং আমরা বানিয়েছি
a lamp
سِرَاجًا
প্রদীপ (সূর্য)
burning
وَهَّاجًا
উজ্জ্বল

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

এবং সৃষ্টি করেছি উজ্জ্বল প্রদীপ।

English Sahih:

And made [therein] a burning lamp

1 Tafsir Ahsanul Bayaan

এবং সৃষ্টি করেছি একটি প্রদীপ্ত প্রদীপ (সূর্য)। [১]

[১] প্রদীপ্ত প্রদীপ বলে উদ্দেশ্য হল সূর্য। এখানে جعل অর্থ হল خلق। অর্থাৎ, তিনি সৃষ্টি করেছেন।