Skip to main content

فَاِذَا النُّجُوْمُ طُمِسَتْۙ  ( المرسلات: ٨ )

So when
فَإِذَا
যখন অতঃপর
the stars
ٱلنُّجُومُ
তারকাসমূহ
are obliterated
طُمِسَتْ
স্লান করা হবে

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

যখন নক্ষত্ররাজির আলো বিলুপ্ত হবে,

English Sahih:

So when the stars are obliterated

1 Tafsir Ahsanul Bayaan

যখন নক্ষত্ররাজির আলো নির্বাপিত হবে। [১]

[১] طَمْسٌ এর অর্থ, মিটে যাওয়া এবং নিশ্চিহ্ন হয়ে যাওয়া। অর্থাৎ, যখন তারকার জ্যোতি নিঃশেষ হয়ে যাবে; এমন কি তার কোন চিহ্ন পর্যন্ত থাকবে না।