Skip to main content

আল মুরসালাত শ্লোক ৪২

وَّفَوَاكِهَ مِمَّا يَشْتَهُوْنَۗ  ( المرسلات: ٤٢ )

And fruits
وَفَوَٰكِهَ
এবং ফলমূল (পাবে)
from what
مِمَّا
যা (তা) থেকে
they desire
يَشْتَهُونَ
তারা চাইবে

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আর তাদের জন্য থাকবে ফলমূল- যেটি তাদের মন চাইবে।

English Sahih:

And fruits from whatever they desire,

1 Tafsir Ahsanul Bayaan

তাদের বাঞ্ছিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে। [১]

[১] সর্বপ্রকার ফল-মূল। যখনই তারা তা খেতে ইচ্ছা করবে, তখনই তা এসে উপস্থিত হয়ে যাবে।