Skip to main content

আল মুরসালাত শ্লোক ৪১

اِنَّ الْمُتَّقِيْنَ فِيْ ظِلٰلٍ وَّعُيُوْنٍۙ  ( المرسلات: ٤١ )

Indeed
إِنَّ
নিশ্চয়ই
the righteous
ٱلْمُتَّقِينَ
মুত্তাকীরা
(will be) in
فِى
মধ্যে (হবে)
shades
ظِلَٰلٍ
ছায়ার
and springs
وَعُيُونٍ
ও প্রস্রবণে

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

মুত্তাকীরা থাকবে ছায়া আর ঝর্ণাধারার মাঝে,

English Sahih:

Indeed, the righteous will be among shades and springs

1 Tafsir Ahsanul Bayaan

আল্লাহ-ভীরুরা থাকবে ছায়া[১] ও ঝরনাসমূহে।

[১] অর্থাৎ, বৃক্ষাদি এবং অট্টালিকার ছায়া। মুশরিকদের ন্যায় আগুনের ধোঁয়ার ছায়া হবে না।