Skip to main content

আল মুরসালাত শ্লোক ১০

وَاِذَا الْجِبَالُ نُسِفَتْۙ  ( المرسلات: ١٠ )

And when
وَإِذَا
যখন এবং
the mountains
ٱلْجِبَالُ
পর্বত সমূহকে
are blown away
نُسِفَتْ
ধুনে ফেলা হবে

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

যখন পবর্তমালা ধুনিত হবে।

English Sahih:

And when the mountains are blown away

1 Tafsir Ahsanul Bayaan

যখন পর্বতমালা চূর্ণ-বিচূর্ণ করে উড়িয়ে দেওয়া হবে। [১]

[১] অর্থাৎ, সেগুলোকে যমীন থেকে উপড়িয়ে চূর্ণ-বিচূর্ণ করে দেওয়া হবে এবং তা একেবারে পরিষ্কার ও সমতল হয়ে যাবে।