Skip to main content

اِنَّ الْاَبْرَارَ يَشْرَبُوْنَ مِنْ كَأْسٍ كَانَ مِزَاجُهَا كَافُوْرًاۚ  ( الانسان: ٥ )

Indeed
إِنَّ
নিশ্চয়ই
the righteous
ٱلْأَبْرَارَ
নেক বান্দারা
will drink
يَشْرَبُونَ
পান করবে
from
مِن
থেকে
a cup
كَأْسٍ
পেয়ালা
is
كَانَ
হবে
its mixture
مِزَاجُهَا
তার সংমিশ্রণ
(of) Kafur
كَافُورًا
কর্পূরের

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

(অপরদিকে) নেককার লোকেরা এমন পানপাত্র থেকে পান করবে যাতে কর্পুরের সংমিশ্রণ থাকবে।

English Sahih:

Indeed, the righteous will drink from a cup [of wine] whose mixture is of Kafur,

1 Tafsir Ahsanul Bayaan

নিশ্চয় সৎকর্মশীলরা পান করবে এমন পানীয় যার মিশ্রণ হবে কর্পূর। [১]

[১] অসৎ লোকদের কথা আলোচনা করার পর এখানে সৎ লোকদের কথা আলোচিত হয়েছে। كَاْسٌ এমন পানপাত্রকে বলা হয়, যা (শারাব দ্বারা) পরিপূর্ণ হয়ে উচ্ছলিত হতে থাকে। কর্পূর ঠান্ডা এবং বিশেষ এক সুগন্ধযুক্ত হয়। তার মিশ্রণে পানীয়র স্বাদ পরিশুদ্ধ পানীয়র মত হয় এবং তার সুগন্ধি মস্তিষ্ককে সতেজ ও সুগন্ধিময় করে তোলে।