Skip to main content

وَاذْكُرِ اسْمَ رَبِّكَ بُكْرَةً وَّاَصِيْلًاۚ  ( الانسان: ٢٥ )

And remember
وَٱذْكُرِ
এবং স্মরন কর
(the) name
ٱسْمَ
নামের
(of) your Lord
رَبِّكَ
তোমার রবের
morning
بُكْرَةً
সকাল
and evening
وَأَصِيلًا
ও সন্ধ্যায়

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আর সকাল-সন্ধ্যায় তোমার রব্ব এর নাম স্মরণ কর।

English Sahih:

And mention the name of your Lord [in prayer] morning and evening

1 Tafsir Ahsanul Bayaan

এবং তোমার প্রতিপালকের নাম স্মরণ কর সকাল ও সন্ধ্যায়। [১]

[১] সকাল-সন্ধ্যায় অর্থাৎ, সব সময় আল্লাহর যিকর কর। অথবা সকাল বলতে ফজরের নামাযকে এবং সন্ধ্যা বলতে আসরের নামাযকে বুঝানো হয়েছে।