مُّتَّكِـِٕيْنَ فِيْهَا عَلَى الْاَرَاۤىِٕكِۚ لَا يَرَوْنَ فِيْهَا شَمْسًا وَّلَا زَمْهَرِيْرًاۚ ( الانسان: ١٣ )
Reclining
مُّتَّكِـِٔينَ
হেলান দিয়ে বসবে
therein
فِيهَا
তার মধ্যে
on
عَلَى
উপর
couches
ٱلْأَرَآئِكِۖ
উচ্চাসনসমুহের
Not
لَا
না
they will see
يَرَوْنَ
তারা দেখবে
therein
فِيهَا
তারমধ্যে
any sun
شَمْسًا
রোদ্রতাপ
and not
وَلَا
এবং না
freezing cold
زَمْهَرِيرًا
শীতের প্রকোপ
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
সেখানে তারা উচ্চ আসনগুলোতে হেলান দিয়ে বসবে, সেখানে তারা দেখবে না অতি গরম, আর অতি শীত।
English Sahih:
[They will be] reclining therein on adorned couches. They will not see therein any [burning] sun or [freezing] cold.
1 Tafsir Ahsanul Bayaan
সেখানে তারা সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে, তারা সেখানে রৌদ্রতাপ অথবা অতিশয় শীত বোধ করবে না। [১]
[১] زَمْهَرِيْرٌ কঠিন শীতকে বলা হয়। অর্থাৎ, সেখানে সর্বদা একই রকম আবহাওয়া থাকবে। আর সেটা হবে বসন্তকাল; না গরম, আর না ঠান্ডা।