Skip to main content

আল ক্বেয়ামাহ শ্লোক ২৮

وَّظَنَّ اَنَّهُ الْفِرَاقُۙ  ( القيامة: ٢٨ )

And he is certain
وَظَنَّ
এবং সে মনে করবে
that it
أَنَّهُ
তার যে
(is) the parting
ٱلْفِرَاقُ
বিদায়ক্ষণ

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

সে (অর্থাৎ মুমূর্ষু ব্যক্তি) মনে করবে যে, (দুনিয়া হতে) বিদায়ের ক্ষণ এসে গেছে।

English Sahih:

And he [i.e., the dying one] is certain that it is the [time of] separation

1 Tafsir Ahsanul Bayaan

সে দৃঢ়-বিশ্বাস করে নেবে, এটাই তার বিদায়ের সময়। [১]

[১] অর্থাৎ, যার আত্মা তার কণ্ঠনালীতে এসে উপস্থিত হয়ে যাবে, সে নিশ্চিত হয়ে যাবে যে, এখন তার মাল-ধন, সন্তান-সন্ততি এবং দুনিয়ার প্রতিটি জিনিস থেকে পৃথক হয়ে বিদায় নেওয়ার পালা।