Skip to main content

আল ক্বেয়ামাহ শ্লোক ১২

اِلٰى رَبِّكَ يَوْمَىِٕذِ ِۨالْمُسْتَقَرُّۗ  ( القيامة: ١٢ )

To
إِلَىٰ
দিকে
your Lord
رَبِّكَ
তোমার রবের
that Day
يَوْمَئِذٍ
সেদিন
(is) the place of rest
ٱلْمُسْتَقَرُّ
অবস্থানহল

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

সেদিন ঠাঁই হবে (একমাত্র) তোমার প্রতিপালকেরই নিকট।

English Sahih:

To your Lord, that Day, is the [place of] permanence.

1 Tafsir Ahsanul Bayaan

সেদিন ঠাঁই হবে তোমার প্রতিপালকেরই নিকট। [১]

[১] যেখানে তিনি বান্দার মাঝে বিচার-ফায়সালা করবেন। এ সম্ভব হবে না যে, কেউ আল্লাহর এই আদালত থেকে নিজেকে গোপন করে নেবে।