Skip to main content

আল মুদ্দাসসির শ্লোক ৫৪

كَلَّآ اِنَّهٗ تَذْكِرَةٌ ۚ  ( المدثر: ٥٤ )

Nay!
كَلَّآ
কক্ষণও না
Indeed it
إِنَّهُۥ
তা নিশ্চয়
(is) a Reminder
تَذْكِرَةٌ
উপদেশ

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

না, তা হতে পারে না, এটা (অর্থাৎ কুরআন সকলের জন্য) উপদেশবাণী।

English Sahih:

No! Indeed, it [i.e., the Quran] is a reminder.

1 Tafsir Ahsanul Bayaan

না এটা হবার নয়। নিশ্চয় এ (কুরআন) উপদেশ বাণী। [১]

[১] কিন্তু তার জন্য, যে এ কুরআন থেকে নসীহত ও উপদেশ গ্রহণ করতে চায়।