Skip to main content

আল মুদ্দাসসির শ্লোক ৩২

كَلَّا وَالْقَمَرِۙ  ( المدثر: ٣٢ )

Nay!
كَلَّا
কক্ষণও নয়
By the moon
وَٱلْقَمَرِ
শপথ চাঁদের

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

(এটা) কক্ষনো (ভিত্তিহীন) না, চাঁদের কসম,

English Sahih:

No! By the moon.

1 Tafsir Ahsanul Bayaan

কখনই না।[১] চন্দ্রের শপথ।

[১] كَلاَّ শব্দ দিয়ে এখানে মক্কাবাসীদের ধারণার খন্ডন করা হয়েছে। অর্থাৎ, তাদের ধারণা যে, তারা ফিরিশতাদেরকে পরাজিত করতে সক্ষম হবে। কখনই নয়, শপথ চাঁদ ও অবসানমুখী রাতের!