وَرَبَّكَ
ও তোমার রবের
فَكَبِّرْ
অতঃপর শ্রেষ্ঠত্ব ঘোষণা কর
আর তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর।
وَلَا
এবং না
تَمْنُن
অনুগ্রহ করো
تَسْتَكْثِرُ
বেশী পাওয়ার আশায়
(কারো প্রতি) অনুগ্রহ করো না অধিক পাওয়ার উদ্দেশ্যে।
وَلِرَبِّكَ
এবং তোমার রবের জন্যে
فَٱصْبِرْ
অতএব সবর কর
তোমার প্রতিপালকের (সন্তুষ্টির) জন্য ধৈর্য ধর।
القرآن الكريم: | المدثر |
---|---|
আধিপত্য একটি আয়াত (سجدة): | - |
সূরা নাম (latin): | Al-Muddassir |
সূরা না: | 74 |
আয়াত: | 56 |
মোট শব্দ: | 255 |
মোট অক্ষর: | 1010 |
রুকু সংখ্যা: | 2 |
অবতীর্ণ: | মক্কা |
উদ্ঘাটন আদেশ: | 4 |
শ্লোক থেকে শুরু: | 5495 |