اِنَّ لَدَيْنَآ اَنْكَالًا وَّجَحِيْمًاۙ ( المزمل: ١٢ )
with Us
لَدَيْنَآ
আমাদের কাছে আছে
(are) shackles
أَنكَالًا
শৃংখল
and burning fire
وَجَحِيمًا
এবং প্রজ্বলিত আগুন
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
আমার কাছে আছে শেকল আর দাউ দাউ করে জ্বলা আগুন,
English Sahih:
Indeed, with Us [for them] are shackles and burning fire.
1 Tafsir Ahsanul Bayaan
আমার নিকট আছে শৃংখল, প্রজ্বলিত অগ্নি।
2 Tafsir Abu Bakr Zakaria
নিশ্চয় আমাদের কাছে আছে শৃংখলসমূহ ও প্রজ্বলিত আগুন,
3 Tafsir Bayaan Foundation
নিশ্চয় আমার নিকট রয়েছে শিকলসমূহ ও প্রজ্জ্বলিত আগুন।
4 Muhiuddin Khan
নিশ্চয় আমার কাছে আছে শিকল ও অগ্নিকুন্ড।
5 Zohurul Hoque
নিঃসন্দেহ আমাদের কাছে আছে ভারী শিকল ও জ্বলন্ত আগুন,
- القرآن الكريم - المزمل٧٣ :١٢
Al-Muzzammil 73:12