Skip to main content

اَلَمْ تَرَوْا كَيْفَ خَلَقَ اللّٰهُ سَبْعَ سَمٰوٰتٍ طِبَاقًاۙ  ( نوح: ١٥ )

Do not
أَلَمْ
নাই কি
you see
تَرَوْا۟
তোমরা দেখ
how
كَيْفَ
কেমনে
did create
خَلَقَ
সৃষ্টি করেছেন
Allah
ٱللَّهُ
আল্লাহ
(the) seven
سَبْعَ
সাত
heavens
سَمَٰوَٰتٍ
আসমান
(in) layers
طِبَاقًا
স্তরে স্তরে

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তোমরা কি দেখ না, কীভাবে আল্লাহ সাত আসমান সৃষ্টি করেছেন একের উপরে আরেকটিকে (স্থাপন করে)?

English Sahih:

Do you not consider how Allah has created seven heavens in layers

1 Tafsir Ahsanul Bayaan

তোমরা লক্ষ্য করনি, আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন স্তরে স্তরে বিন্যস্ত সপ্ত আকাশকে? [১]

[১] যা প্রমাণ করে যে, তিনি মহাশক্তির অধিকারী ও সুদক্ষ কারিগর। আর এ কথাও প্রমাণ করে যে, তিনিই একমাত্র ইবাদতের যোগ্য।