Skip to main content
bismillah

سَأَلَ
জিজ্ঞাসা করল
سَآئِلٌۢ
এক প্রশ্নকারী
بِعَذَابٍ
এমন আযাব সম্পর্কে
وَاقِعٍ
যা আপতিত হবে

এক ব্যক্তি চাইল সে ‘আযাব যা অবশ্যই সংঘটিত হবে।

ব্যাখ্যা

لِّلْكَٰفِرِينَ
কাফিরদের উপর,
لَيْسَ
নেই
لَهُۥ
তার
دَافِعٌ
কোন প্রতিরোধকারী

কাফিরদের জন্য তা প্রতিরোধ করার কেউ নেই

ব্যাখ্যা

مِّنَ
থেকে
ٱللَّهِ
আল্লাহ,
ذِى
মালিক
ٱلْمَعَارِجِ
ঊর্ধ্বারোহণের সোপানসমূহের অধিকারী

(যে শাস্তি আসবে) আল্লাহর নিকট হতে যিনি আসমানে উঠার সিঁড়িগুলোর মালিক,

ব্যাখ্যা

تَعْرُجُ
চড়ে
ٱلْمَلَٰٓئِكَةُ
ফেরেশতাগণ
وَٱلرُّوحُ
ও রূহ(জিবরাঈল)
إِلَيْهِ
তাকে
فِى
মধ্যে
يَوْمٍ
একদিনের
كَانَ
[হয়]
مِقْدَارُهُۥ
তার পরিমাপ
خَمْسِينَ
পঞ্চাশ (হয়)
أَلْفَ
হাজার
سَنَةٍ
বছর

ফেরেশতা এবং রূহ (অর্থাৎ জিবরীল) আল্লাহর দিকে আরোহণ করে এমন এক দিনে, যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর।

ব্যাখ্যা

فَٱصْبِرْ
সুতরাং, ধৈর্য ধরুন
صَبْرًا
ধৈর্য
جَمِيلًا
উত্তম

সুতরাং (হে নবী!) ধৈর্য ধর- সুন্দর সৌজন্যমূলক ধৈর্য।

ব্যাখ্যা

إِنَّهُمْ
তারা নিশ্চয়
يَرَوْنَهُۥ
তা দেখে
بَعِيدًا
বহুদূরে

তারা ঐ দিনটিকে সুদূর মনে করছে,

ব্যাখ্যা

وَنَرَىٰهُ
কিন্তু আমরা তা দেখেছি
قَرِيبًا
নিকটে

কিন্তু আমি তা নিকটে দেখতে পাচ্ছি।

ব্যাখ্যা

يَوْمَ
সেদিন
تَكُونُ
হবে
ٱلسَّمَآءُ
আকাশ
كَٱلْمُهْلِ
গলিত ধাতুর মত,

সেদিন আকাশ হবে গলিত রূপার মত,

ব্যাখ্যা

وَتَكُونُ
এবং হবে
ٱلْجِبَالُ
পর্বতসমূহ
كَٱلْعِهْنِ
রঙিন পশমের মত,

আর পাহাড়গুলো হবে রঙ্গীণ পশমের মত,

ব্যাখ্যা

وَلَا
এবং না
يَسْـَٔلُ
জিজ্ঞাসা করবে
حَمِيمٌ
কোন বন্ধু
حَمِيمًا
বন্ধুকে

বন্ধু বন্ধুর খবর নিবে না,

ব্যাখ্যা
কুরআন মজীদ :
আল মা'আরিজ
القرآن الكريم:المعارج
আধিপত্য একটি আয়াত (سجدة):-
সূরা নাম (latin):Al-Ma'arij
সূরা না:70
আয়াত:44
মোট শব্দ:224
মোট অক্ষর:920
রুকু সংখ্যা:2
অবতীর্ণ:মক্কা
উদ্ঘাটন আদেশ:79
শ্লোক থেকে শুরু:5375