Skip to main content

আল হাক্বক্বাহ শ্লোক ৫১

وَاِنَّهٗ لَحَقُّ الْيَقِيْنِ   ( الحاقة: ٥١ )

And indeed it (is)
وَإِنَّهُۥ
ও নিশ্চয় তা
surely (the) truth
لَحَقُّ
অবশ্যই সত্য
(of) certainty
ٱلْيَقِينِ
সুনিশ্চিত

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

এটা একেবারে নিশ্চিত সত্য।

English Sahih:

And indeed, it is the truth of certainty.

1 Tafsir Ahsanul Bayaan

অবশ্যই এটা নিশ্চিত সত্য; [১]

[১] অর্থাৎ, কুরআন মাজীদ যে আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা একেবারে সত্য। এতে সন্দেহের কোন অবকাশ নেই। অথবা কিয়ামতের ব্যাপারে যে খবর দেওয়া হচ্ছে, তাও হক ও সত্য।