Skip to main content

আল হাক্বক্বাহ শ্লোক ৫

فَاَمَّا ثَمُوْدُ فَاُهْلِكُوْا بِالطَّاغِيَةِ   ( الحاقة: ٥ )

So as for
فَأَمَّا
আর
Thamud
ثَمُودُ
সামুদ
they were destroyed
فَأُهْلِكُوا۟
ধ্বংস করা হয়েছে অতঃপর
by the overpowering (blast)
بِٱلطَّاغِيَةِ
তাঁর ঝনঝা বায়ু দিয়ে

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

অতঃপর সামূদ জাতিকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ংকর বিপর্যয় দিয়ে।

English Sahih:

So as for Thamud, they were destroyed by the overpowering [blast].

1 Tafsir Ahsanul Bayaan

সুতরাং সামূদ সম্প্রদায়, তাদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ঙ্কর গর্জন দ্বারা। [১]

[১] طَاغِيَةٌ হল সীমাহীন বিকট শব্দ। অর্থাৎ, নেহাতই ভয়ঙ্কর মহাগর্জন দ্বারা সামুদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিল। যেমন পূর্বেও বহু স্থানে এ কথা আলোচিত হয়েছে।