Skip to main content

আল হাক্বক্বাহ শ্লোক ৪

كَذَّبَتْ ثَمُوْدُ وَعَادٌ ۢبِالْقَارِعَةِ   ( الحاقة: ٤ )

Denied
كَذَّبَتْ
মিথারোপ করেছিল
Thamud
ثَمُودُ
সামুদ
and Aad
وَعَادٌۢ
এবং আদ
the Striking Calamity
بِٱلْقَارِعَةِ
মহাপ্রলয়কে

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

‘আদ ও সামূদ জাতি সেই আকস্মিকভাবে সংঘটিতব্য মহাবিপদকে মিথ্যে বলেছিল।

English Sahih:

Thamud and Aad denied the Striking Calamity [i.e., the Resurrection].

1 Tafsir Ahsanul Bayaan

সামূদ ও আ’দ সম্প্রদায় মিথ্যাজ্ঞান করেছিল মহাপ্রলয়কে।[১]

[১] এখানে কিয়ামতকে القَارِعة (ঠকঠক্কারী) বলা হয়েছে। যেহেতু মহাপ্রলয় কিয়ামত নিজ ভয়াবহতায় মানুষের হৃদয়কে জাগ্রত করে তুলবে।