فَلَآ اُقْسِمُ بِمَا تُبْصِرُوْنَۙ ( الحاقة: ٣٨ )
I swear
أُقْسِمُ
আমি শপথ করে বলছি
you see
تُبْصِرُونَ
তুমি দেখো,
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
আমি কসম করছি সে সব জিনিসের যা তোমরা দেখতে পাও,
English Sahih:
So I swear by what you see
1 Tafsir Ahsanul Bayaan
আমি কসম করছি তার, যা তোমরা দেখতে পাও।
2 Tafsir Abu Bakr Zakaria
অতএব আমি কসম করছি তার, যা তোমরা দেখতে পাও,
‘দ্বিতীয় রুকূ’
3 Tafsir Bayaan Foundation
অতএব তোমরা যা দেখছ, আমি তার কসম করছি।
4 Muhiuddin Khan
তোমরা যা দেখ, আমি তার শপথ করছি।
5 Zohurul Hoque
কিন্ত না, আমি কসম খাচ্ছি যা তোমরা দেখছ তার,
- القرآن الكريم - الحاقة٦٩ :٣٨
Al-Haqqah 69:38