Skip to main content

আল হাক্বক্বাহ শ্লোক ২৯

هَلَكَ عَنِّيْ سُلْطٰنِيَهْۚ  ( الحاقة: ٢٩ )

Is gone
هَلَكَ
বরবাদ হয়েছে
from me
عَنِّى
আমার থেকে
my authority"
سُلْطَٰنِيَهْ
আমার ক্ষমতা"

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আমার (সব) ক্ষমতা আধিপত্য নিঃশেষ হয়ে গেছে,

English Sahih:

Gone from me is my authority."

1 Tafsir Ahsanul Bayaan

আমার ক্ষমতাও অপসৃত হয়েছে।’ [১]

[১] অর্থাৎ, যেমন আমার মাল আমার কোন উপকারে এল না, অনুরূপ উচ্চপদ, মর্যাদা, আধিপত্য ও রাজত্বও আমার কোন কাজে দিল না। আজ আমি একাই এখানে সাজা ভুগতে বাধ্য।