قُطُوْفُهَا دَانِيَةٌ ( الحاقة: ٢٣ )
Its clusters of fruits
قُطُوفُهَا
তার ফলরাশি (থাকবে)
hanging near
دَانِيَةٌ
নিকটে
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তার ফলসমূহ (ঝুলে থাকবে) নীচে-নাগালের মধ্যে।
English Sahih:
Its [fruit] to be picked hanging near.
1 Tafsir Ahsanul Bayaan
যার ফলরাশি ঝুলে থাকবে নাগালের মধ্যে। [১]
[১] অর্থাৎ, তা একেবারে নিকটে হবে। অর্থাৎ, কেউ যদি শুয়ে শুয়েও ফল নিতে চায়, তাহলে সে তা নিতে পারবে। قُطُوْفٌ হল قِطْفٌ এর বহুবচন। অর্থ হল, চয়িত বা সংগৃহীত ফল।