Skip to main content

আল হাক্বক্বাহ শ্লোক ১৬

وَانْشَقَّتِ السَّمَاۤءُ فَهِيَ يَوْمَىِٕذٍ وَّاهِيَةٌۙ  ( الحاقة: ١٦ )

And will split
وَٱنشَقَّتِ
এবং বিদীর্ণ হবে
the heaven
ٱلسَّمَآءُ
আসমান
so it
فَهِىَ
তা অতঃপর
(is on) that Day
يَوْمَئِذٍ
সেদিন
frail
وَاهِيَةٌ
বিশ্লিষ্ট হবে

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আকাশ হয়ে যাবে দীর্ণ বিদীর্ণ আর সেদিন তা হবে বাঁধন-হারা-বিক্ষিপ্ত।

English Sahih:

And the heaven will split [open], for that Day it is infirm.

1 Tafsir Ahsanul Bayaan

আর আকাশ বিদীর্ণ হয়ে অসার হয়ে পড়বে। [১]

[১] অর্থাৎ, তাতে কোন শক্তি এবং মজবুতী থাকবে না। আর যে জিনিস ফেটে টুকরো টুকরো হয়ে যায় তাতে মজবুতী কিভাবে থাকতে পারে?