Skip to main content

وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَّهِيْنٍۙ  ( القلم: ١٠ )

And (do) not
وَلَا
এবং না
obey
تُطِعْ
অনুসরণ করে!
every
كُلَّ
প্রত্যেক
habitual swearer
حَلَّافٍ
অত্যাধিক শপথকারী
worthless
مَّهِينٍ
গুরুত্বহীন(ব্যক্তির)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তুমি তার অনুসরণ কর না, যে বেশি বেশি কসম খায় আর যে (বার বার মিথ্যা কসম খাওয়ার কারণে মানুষের কাছে) লাঞ্ছিত।

English Sahih:

And do not obey every worthless habitual swearer

1 Tafsir Ahsanul Bayaan

এবং অনুসরণ করো না তার, যে কথায় কথায় শপথ করে, যে লাঞ্ছিত।