Skip to main content

۞ وَلَهٗ مَا سَكَنَ فِى الَّيْلِ وَالنَّهَارِ ۗوَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ   ( الأنعام: ١٣ )

And for Him
وَلَهُۥ
এবং জন্যে তাঁরই
(is) whatever
مَا
যাকিছু
dwells
سَكَنَ
স্থিতি লাভ করে
in
فِى
মধ্যে
the night
ٱلَّيْلِ
রাতের
and the day
وَٱلنَّهَارِۚ
ও দিনের
and He
وَهُوَ
এবং তিনিই
(is) All-Hearing
ٱلسَّمِيعُ
সবকিছু শুনেন
All-Knowing
ٱلْعَلِيمُ
সবকিছু জানেন

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

রাতে (অন্ধকারে) আর দিনে (আলোয়) যা বাস করে তা তাঁরই, তিনি হলেন সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

English Sahih:

And to Him belongs that which reposes by night and by day, and He is the Hearing, the Knowing.

1 Tafsir Ahsanul Bayaan

রাত ও দিনে যা কিছু থাকে তা তাঁরই এবং তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।